মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-এর প্রকল্পের মাধ্যমে ১৪,৪৬৫ জন শিক্ষার্থীকে যথারীতি পাঠদান অব্যাহত আছে, মসজিদ পাঠাগার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্প,ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট এর মাধ্যমে অত্র জেলায় ৭৬৫ জন ইমাম ও মুয়াজ্জিন কল্যান ট্রাস্টের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। ০৮ জন কে ৯৬,০০০/- টাকা সুদমুক্ত ঋণ এবং ১২ জনকে এককালীন আর্থিক সাহায্য ৪৮,০০০/- টাকা প্রদান করার কার্যক্রম প্রক্রিয়াধীণ, বই বিক্রয়, সামাজিক ইস্যু ভিত্তিক কর্মসূচির মাধ্যমে জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা যৌতুক ও নারী নির্যাতন, বাল্য বিবাহ প্রতিরোধ,এসিড-নিক্ষেপ ও মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, দূর্নীতি,সন্ত্রাস,জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে উদবুদ্ধকরণের জন্য ইমামদের মাধ্যমে জুমার খুৎবার আগে মুসুলিস্নদের অবহিত করার কার্যক্রম অব্যাহত আছে। প্রতিটি উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ক অনুষ্ঠান উয্যাপন করা হচ্ছে। জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা,জাতীয় ও ধর্মীয় দিবস উয্যাপন করা হয়, ইমাম প্রশিক্ষণ এর মাধ্যমে বছরে ঝালকাঠি জেলায় ৫৫ জন ইমামকে স্বাবলম্বী করার জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাকাত উত্তোলন করে সংগৃহীত যাকাতের অর্থ জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে গরীব ও আর্থিক অসচ্ছল ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস